পদ্মাসেতু প্রকল্পের ৩৯ শতাংশ অগ্রগতি : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৮ অক্টোবর ২০১৬

পদ্মাসেতু এখন দৃশ্যমান বাস্তবতা উল্লেখ করে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৩৯ শতাংশ এবং ৩৫টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শ্রীনগরের দোগাছি এলাকার পদ্মাসেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১-এর সভাকক্ষে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাংক চলে যাওয়ার পর পদ্মাসেতু সংশয়ে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী সিদ্ধান্তে পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। বিশ্বে পদ্মাসেতুর সঙ্গে জাতির সম্মান জড়িত।

সেতুর অগ্রগতির সম্পর্কে তিনি জানান, মূলসেতুর দুটি স্প্যান প্রকল্প এলাকায় চলে এসেছে। এর মধ্যে একটি এসেমব্লিং চলছে। আগামী ২-৩ মাসের মধ্যেই মূল সেতুতে প্রথম স্প্যান বসানো হবে। এরপর প্রতি ১৫ দিনে একটি করে ৪১টি স্প্যান বসানো হবে। এছাড়া নদী শাসনের ২৫ শতাংশ, সার্ভিস এরিয়া ২৯৯ শতাংশ, অ্যাপ্রোচ রোড মাওয়া প্রান্তে ৯৯ শতাংশ ও জাজিরা প্রান্তে ৮২ শতাংশ এবং দ্রুতগতি মহাসড়কের কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম ও পদ্মাসেতু প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী, সেতু বিভাগ, দেওয়ান আব্দুল কাদের ও নির্বাহী প্রকৌশলীসহ অন্য কর্মকর্তারা।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।