শরীয়তপুরে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৯ অক্টোবর ২০১৬

শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নে বালার বাজার বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বালার বাজার নদীর ওপর নির্মিত এ সেতুর তিগ্রস্ত মাঝের অংশের পিলারসহ ব্রিজটি ভেঙে পড়ে।
 
জানা যায়, বাংলাদেশ সড়ক ও জনপথ শরীয়তপুর-চাঁদপুরে যোগাযোগের জন্য ১৯৯৮ সালে নির্মিত হয় সেতুটি। যানবাহন চলার জন্য বালার বাজার নদীর ওপর  সেতু নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কার না করায় পিলার ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার রাত ৯টার দিকে রডভর্তি একটি ট্রাক নিয়ে যাওয়ার সময় চার স্প্যানবিশিষ্ট কালারপোল বেইলি সেতুর দুটি স্প্যান বিধ্বস্ত হয়।

গাড়িচালক মিজান মাহমুদ, আনোয়ার সরদার ও জানে আলম বলেন, সেতুটি ভেঙে পড়ায় ঢাকা ফিরে যেতে হবে। সেতুটি ভেঙে পড়ায় আমরা বড় বিপদে পড়লাম।

শরীয়তপুর সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, ঢাকা শহর থেকে পণ্যবাহী ও গণপরিবহনের চাপ কমানোর জন্য চট্টগ্রাম থেকে মংলা, সিলেট থেকে বেনাপোল এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে বরিশাল ও খুলনা বিভাগের সঙ্গে সহজে যাতায়াতের জন্য বেইলি সেতুটি নির্মাণ করা হয়।

সেতুটি চালু হওয়ায় এসব জেলাগুলোতে সড়ক পথে এক অঞ্চল থেকে অপর অঞ্চলের সঙ্গে যাতায়াত করতে স্থানভেদে দূরত্ব কমেছে। যাতায়াতেরও সুবিধা হয়েছে।

এ ব্যাপারে শরীয়তপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ জানান, একটি ট্রাক প্রয়োজনের চেয়ে বেশি রড বহন করে সেতিুটির উপর দিয়ে যাওয়ার সময় সেতুটি ভেঙে যায়। এতে করে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে যায়। তবে দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মো. ছগির হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।