নির্বাচন-পরবর্তী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে নিহত ১


প্রকাশিত: ০৬:০২ এএম, ০১ নভেম্বর ২০১৬

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মকবুল হোসেন মন্টু (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া গ্রামের বাঁশঝাড় থেকে মকবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত মকবুল হোসেন মন্টু (৫৫) নারগুন ইউনিয়নের দৌলতপুর সরকারপাড়া গ্রামের প্রয়াত কলিম উদ্দীনের ছেলে। তিনি কামারের দোকানের কর্মচারী ছিলেন।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল নারগুন ইউনিয়নে নির্বাচন শেষে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা মকবুলের বাড়িতে হামলা চালায়। এসময় তারা মকবুল ও তার স্ত্রী বাচ্চাই আক্তারকে মারধর করে। এক পর্যায়ে মকবুল ও তার স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। এসময় মকবুলের পেছনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ধাওয়া করে তাকে মারধরের পর হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
 
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপরিদর্শক (এসআই) রাশেদুল আলম চৌধুরী বলেন, মকবুলকে হত্যার পর বাঁশঝাড়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।