জনগণের বিড়ম্বনার কথা শুনছেন জেলা প্রশাসক


প্রকাশিত: ১০:৩২ এএম, ০২ নভেম্বর ২০১৬

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বুধবার অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। ২৬ অক্টোবর এ গণশুনানির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। আজও সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যথারীতি এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে অংশ নিয়ে সরাসরি নিজেদের নানা বিড়ম্বরনার কথা তুলে ধরছেন স্থানীয় জনগণ। আর এসব কথা সরাসরি শুনছেন জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দফতর, বিভাগ ও প্রতিষ্ঠানের সেবা নিয়ে এলাকার সাধারণ জনগণের বিড়ম্বনা দূর করতেই এ গণশুনানি চলছে। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, কোনো নাগরিক যেন তার ন্যায্য সেবা থেকে কোনো ভাবেই বঞ্চিত না হন এবং সরকারি সেবা প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা ও হয়রানির শিকার হতে না হয়, সে লক্ষ্যেই তাদের অভিযোগ আমলে নিয়ে গণশুনানির  নিষ্পত্তির চেষ্টা করা হবে। প্রতি বুধবার সেবাপ্রার্থীদের বক্তব্য শোনা হচ্ছে।তাদের বক্তব্য আমলে নিয়ে উত্থাপিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সেবা নিশ্চিত করা হবে।
 
জেলার সেবা প্রত্যাশী নাগরিকদের সরকারি সেবা সম্পর্কিত বিভিন্ন অভাব-অভিযোগ শুনতে গণশুনানি পরিচালনা করেন জেলা প্রশাসক নিজেই। গণশুনানিকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জম হোসাইন, জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ শাখার সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, প্রতি বুধবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হবে। তবে সরকারি ছুটি থাকলে তা পরবর্তী কার্যদিবসে অনুষ্ঠিত হবে।

এ গণশুনানিতে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক দুর্ঘটনা, হেডম্যান-কারবারিদের বিষয়ে জটিলতা, খাজনা সংক্রান্ত সমস্যা, অবৈধ দখলসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগ উপস্থাপন করেন সেবা প্রত্যাশী জনগণ।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।