সফল আত্মকর্মী এফএম রুহুল আমিন
শরীয়তপুরের যুবক এফএম রুহুল আমিনের স্বপ্ন সত্যি হয়েছে। জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব পুরস্কার গ্রহণ করেন তিনি।
এ সময় সারা দেশের আরো ১৯ উদ্যোক্তা সম্মাননা গ্রহণ করেন। এদের মধ্যে এফএম রুহুল আমিন সফল আত্মকর্মীর ২য় পুরস্কার অর্জন করেন।
এফএম রুহুল আমিন শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের আব্দুল করিম ফকিরের ছেলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান এফএম রুহুল আমিন। তিনি এসএসসি পাস করেন পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি পাস করার পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সম্মান কোর্সে মাদারীপুর কালকিনী সৈয়দ আবুল হোসেন কলেজে ভর্তি হন। প্রথম পর্ব পাস করার পর শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) নামক একটি বেসরকারি সংস্থায় এলটিএ (প্যারাভেট) পদে যোগদান করেন।
পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে আর অনার্স পড়া সম্ভব হয়নি। তবে লেখাপড়া তিনি চালিয়ে যান। পরবর্তীতে শরীয়তপুর সরকারি কলেজ থেকে ২য় বিভাগে ডিগ্রি পাস করেন।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে যুব প্রশিক্ষণ কেন্দ্র সাভার থেকে গবাদি পশু, হাঁস-মুরগি, মৎস্য চাষ, কৃষি ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করে গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পাশাপাশি দুটি পুকুর ৩০ হাজার টাকায় পাঁচ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এত কিছুর মাঝেও পড়াশুনা চালিয়ে সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি কোর্সে ভর্তি হন।
সম্মাননা পাওয়া এফএম রুহুল আমিন জানান, তার এই স্বপ্ন বাস্তবায়নের পথে নিজ একাগ্রতা আর পরিবারের সহযোগিতাই সবচেয়ে বড় অবদান রেখেছে।
এসএসসি পাসের পর এফএম রুহুল আমিন অন্যান্য ব্যবসা কিংবা চাকরি না করে মাত্র তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। নিজ প্রশিক্ষণকে বিফল হতে দেননি তিনি। স্বল্প মূল্যের প্রাণিজ আমিষ শিল্পের প্রতি আগ্রহ থেকে নিজ উদ্যোগে খামার গড়ে তুলেছেন বাড়িতেই। শুরুতে মাত্র ২৫ হাজার টাকা দিয়ে পোলট্রি খামারের ব্যবসা করেছিলেন। আর এখন তার নিজ গ্রাম শরীয়তপুর স্বর্ণঘোষে ১০০ শতক জমিতে পোলট্রি খামার, ছাগল ও মৎস্য খামার দিয়ে দুই কোটি টাকার খামার গড়ে তুলেছেন।
তিনি শরীয়তপুর অঞ্চলের সেরা উদ্যোক্তার পুরস্কারও পেয়েছেন একাধিকবার। বর্তমানে ২০ জন কর্মী নিয়ে ২০ হাজারের ঊর্ধ্বে মোরগের খামার, ২৫টি ছাগলের খামার ও ১০টি মৎস্য খামারে কাজ করছেন রুহুল আমিন।
এছাড়া সুযোগ পেলেই তার মতো যুবকদের পাশে থেকে উৎসাহ, উদ্দীপনা ও প্রশিক্ষণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। ভবিষ্যতে তরুণ সমাজকে পোলট্রি শিল্পের মাধ্যমে এগিয়ে নিতে চান সফল এফএম রুহুল আমিন।
এফএ/আরআইপি