মুন্সীগঞ্জে সেই পালিত ‘মা’ আটক


প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৪ নভেম্বর ২০১৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল­াল বাড়ি এলাকার দত্তক নেয়া মেয়ে সুবর্ণাকে (০৬) নির্যাতনের ঘটনায় পালিত মা কল্পনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পালিত মা কল্পনা বেগম বল­ালবাড়ি এলাকার রিকশাচালক সিরাজ মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গতরাতে হাতিমারা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান তাকে আটক করেন। বর্তমানে তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে আপন বাবা চাঁন মিয়ার কাছে সুবর্ণাকে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেড় বছর আগে সুবর্ণাকে দত্তক নেন সিরাজ মিয়া ও কল্পনা দম্পতি। এরপর থেকেই চলতে থাকে অত্যাচার-নির্যাতন। সুবর্ণা পরিণত হয় গৃহকর্মীতে। তাকে প্রতিনিয়ত মারধর করে করানো হতো বাড়ির সব কাজ। গত বুধবার ১২টার দিকে স্থানীয়রা সুবর্ণাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন