গ্রামেও পৌঁছে দেয়া হবে প্রযুক্তি সেবা


প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৪ নভেম্বর ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শুধু শহর কেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত গ্রামেও তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেয়া হবে। প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি গ্রামের মানুষ যাতে ভাগ্যের উন্নয়ন করতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ করছি।   

শুক্রবার বিকেলে সিংড়ার ডিজিটাল হুলহুলিয়া গ্রামে দেশের প্রথম ডিজিটাল হাব উদ্বোধন শেষে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী।

Natore

হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেডটিই কর্পোরেশনের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট পেং আই গুয়াং, ভাইস প্রেসিডেন্ট সাবিন শ্রেষ্ঠা, অ্যাকাউন্ট ডিরেক্টর লুও জিন কেং রস, ডিরেষ্টর, এসএম ফিরোজ ইফতেখার।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

Minister

সিংড়ার হুলহুলিয়া এবং চট্টগ্রামের পটিয়া দেশের এই দুটি স্থানে ডিজিটাল হাব স্থাপন করা হয়েছে। ডিজিটাল হাবে প্রত্যন্ত গ্রামের মানুষরা রাজধানীসহ দেশি-বিদেশি ডাক্তারদের স্বাস্থ্য পরামর্শ, চিকিৎসা, শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ ও আউট সোর্সিংয়ের মাধ্যমে আয় করতে পারবে।

পাশাপাশি হুলহুলিয়া গ্রামে প্রবেশের গেট, নিয়ামত খালের উপর ব্রিজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এছাড়া চৌগ্রাম স্কুল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।  

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।