‘ছাত্ররা দলীয় ক্যাডার হয়ে গেছে’


প্রকাশিত: ০৯:০১ এএম, ০৫ নভেম্বর ২০১৬

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, বর্তমানে ছাত্ররাজনীতির দিকে তাকালে দেখা যায়, ছাত্ররা দলীয় ক্যাডার হয়ে গেছে। বই-পুস্তক তাদের হাতে নাই। খবরের কাগজ খুললেই দেখা যায় তাদের হাতে কোনো সময় ছুরি, কোনো সময় পিস্তল, কোনো সময় হকিস্টিক। জাতি ছাত্রদের কাছ থেকে এটা আশা করে না।

শনিবার দুপুরে মুন্সিগঞ্জ শহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিরাজুল ইসলাম বলেন, ছাত্ররা হচ্ছে দেশ গড়ার কারিগর, তাদের হাতে থাকবে কলম-খাতা, কম্পিউটার-ল্যাপটপ। অর্থাৎ ছাত্রদের শিক্ষা অর্জন করতে হবে। গুণ অর্জন করতে হবে। আগামী দিনে দেশ গড়ার ও দেশকে পরিচালনা করার উপযুক্ত করে গড়ে তুলতে হবে।

জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান হাসান প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।