চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবি
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার সকালে ওই মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবহন মালিক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, দেশের বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের সমস্ত মালামাল এ মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এছাড়াও প্রতিদিন কয়েকশ যাত্রীবাহী বাস চলাচল করে।
দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ার কারণে প্রায়ই যানবহন নষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন মালিক ও শ্রমিকরা। ৪৮ কিলোমিটারের এই মহাসড়কটি দুই জেলার মধ্যে পড়ায় চলছে রশি টানাটানি। অথচ গত ২ বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন এই পথে চলাচলকারী লাখ লাখ সাধারণ যাত্রী। এ দুর্ভোগের কথা সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েও কোনো লাভ হয়নি।
আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে পরিবহন ধর্মঘটের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এফকেএম লুৎফর রহমান ফিরোজ, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপিত আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
আব্দুলাহ/এফএ/পিআর