মেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা জব্দ


প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৮ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ভোর ৫টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি প্রিন্স রাসেল-১-এ অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় লঞ্চে এর কোনো মালিক পাওয়া যায়নি।

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।