মাঝ পদ্মায় আটকে থাকা ফেরি উদ্ধার


প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৮ নভেম্বর ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মঙ্গলবার সকালে আটকে যাওয়া রো রো ফেরি গোলাম মাওলা উদ্ধার হয়েছে। দুপুর সোয়া ১টার দিকে ফেরি উদ্ধার করে গন্তব্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ`র ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ জানান, সকাল ১০টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নৌমন্ত্রী শাজাহান খানকে নিয়ে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে রো-রো ফেরি গোলাম মাওলা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়।

পথিমধ্যে মাঝ পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টে গোলাম মাওলা ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ পাঠানো হয় ফেরিটি উদ্ধারের জন্য।

মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, ফেরিটি উদ্ধারে সেখানে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রয়েছেন। এছাড়া ফেরি উদ্ধারে ৪টি জাহাজ লৌহজং টার্নিং পয়েন্টে উদ্ধার কাজ শুরু করে। দুপুর সোয়া ১টার দিকে ফেরি গোলাম মাওলা উদ্ধার হয়।

এর আগে দুপুর ১২টার দিকে ফেরিতে থাকা নৌমন্ত্রীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্পীডবোটে করে বিশেষ ব্যবস্থায় কাওড়াকান্দি ঘাটে পৌঁছানো হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।