রাঙামাটিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০
রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ১০ ছাত্রলীগকর্মী আহত হয়েছে।আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা এবং সাধারণ সম্পাদক আহমদ ইমতিয়াজ রিয়াদ সমর্থিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কিছু কর্মী ক্রিকেট খেলা দেখতে কলেজের মাঠে ঢুকলে হঠাৎ মারামারি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা জানান, পূর্বের একটি ঘটনার জেরে দুটি দ্রুপে মতবিরোধের সৃষ্টি হয়। ছাত্র নন এমন নামধারী কিছু ছাত্র সাধারণ শিক্ষার্থীসহ আমাদের কিছু কর্মীর ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর ও জখম করে।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহাম্মেদ ইমতিয়াজ রিয়াদ বলেন, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। সামান্য ভুল বোঝাবুঝির কারণে মারামারির ঘটনাটি ঘটেছে। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জানান, সংঘর্ষে আহতদের দেখতে তিনি হাসপাতালে আছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনী কলেজ ক্যাম্পাস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছুড়েছে বলে তিনি জানান।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/এমএস