রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু


প্রকাশিত: ১১:৩৫ এএম, ১০ নভেম্বর ২০১৬

রাঙামাটি রাজবন বিহারে দুইদিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব শুরু হয়।

এ সময় মহামঙ্গল সূত্রপাঠ করে বেইনঘর উদ্বোধন করেন মহাপরিনির্বাণগত মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্যমণ্ডলী। রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান ও বনভান্তের উত্তরসূরি শিয্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ বৌদ্ধভিক্ষুরা এতে অংশ নেন।

এছাড়া বিকেল ৩টায় রাজবন বিহারের বেইন ঘরে চরকায় সুতা কেটে বেইন বুনন উদ্বোধন করেন রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এছাড়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গৌতম দেওয়ানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এদিকে উৎসবে যোগ দিতে রাজবন বিহারে অগণিত পুণ্যার্থীর ঢল নামছে। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বালন ও ফানুস উত্তোলণের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী উৎসবের।

কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর মহামতি গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা প্রবর্তিত নিয়মে রাজবন বিহারে আয়োজন করা হয় কঠিন চীবর দানোৎসবের। উৎসবে সমাগম ঘটে লাখো পুণ্যার্থীর। প্রায় আড়াই হাজার বছরেরও অধিক সময়ের ঐতিহ্যবাহী এই নিয়মে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে চরকায় সুতা কেটে বুনন ও তৈরি শেষে চীবরটি (বৌদ্ধভিক্ষুদের পরিধেয় বস্ত্র) দান করা হয় বৌদ্ধভিক্ষুদের। এবার অনুষ্ঠিত হচ্ছে ৪৩তম কঠিন চীবর দানোৎসব।

রাজবন বিহারে কঠিন চীবর দানকে ঘিরে শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে বলে জানান, রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।