শরীয়তপুরে চার বখাটের বিরুদ্ধে মামলা
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রীসহ আট জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় ৪ জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া বাদী হয়ে থানায় ওই মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, সদর উপজেলার উপরগাঁও গ্রামের ছালাম দেওয়ানের ছেলে শামীম দেওয়ান (২৪), মোকলেছ দেওয়ানের ছেলে আরিফ দেওয়ান (২৩), আজিদ দেওয়ানের ছেলে আমীর হোসেন দেওয়ান (২১) ও দিলু মুন্সীর ছেলে আবুল মুন্সী (২২)।
বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া বলেন, প্রতিদিনই শামিম দেওয়ানসহ আরো কয়েক বখাটে এক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করে। আজ প্রতিবাদ করলে ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে আহত করে তারা। আমি এর বিচার চাই। তাই বাদী হয়ে পালং মডেল থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছি। আসামিদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন তিনি।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইতিকে দীর্ঘদিন যাবৎ স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতো একই উপজেলার উপর গাঁও গ্রামের সালাম দেওয়ানের বখাটে ছেলে শামীম দেওয়ান (২৪)।
বৃহস্পতিবার শারীরিক শিক্ষা পরীক্ষা শেষ করে স্থানীয় আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এসময় উপর গাও ভাঙা রাস্তার কাছে পৌঁছালে শামীম ও তার সহযোগীরা পথ রোধ করে ইতিকে নানাভাবে উত্যক্ত করে। এর প্রতিবাদ করায় বখাটেরা তাকে পিটিয়ে আহত করে।
এসময় ইতির অপর সহপাঠীরা প্রতিবাদ জানালে শামীম দেওয়ান, আমির দেওয়ান, আরিফ এবং আবুল হোসেনসহ ১০-১২ মিলে শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছগির হোসেন/এফএ/পিআর