মুক্তিযোদ্ধার ওপর হামলা : উপজেলা যুবলীগ সভাপতি বহিষ্কার
ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোক্তার হোসনে মৃধার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক আজাদ রহমান।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত প্যাডে এই বহিষ্কারাদেশ দেয়া হয়।
উল্লেখ্য, এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ মোট চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর