‘জীবন দেবো কিন্তু জমি দেবো না’


প্রকাশিত: ০৬:২২ এএম, ১২ নভেম্বর ২০১৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে অলিম্পিক ভিলেজ না হওয়ার দাবিতে রাজনগর কাজিকান্তি, ঠাকুরকান্দি, পোড়াকান্দি, চৌকিদারকান্দি ও নয়ন মাদবরকান্দি গ্রামের ১০ হাজার মানুষ মানববন্ধন করছে। ‘জীবন দেবো কিন্তু জমি দেবো না’, ‘বসত ভিটা ও কৃষি জমি উচ্ছেদ করে অলিম্পিক ভিলেজ চাই না’ এসব ব্যানার প্লেকার্ড বুকে নিয়ে মানববন্ধনে তারা অংশ নেয়।  

শরীয়তপুর-ঢাকা মহা সড়কের বেইলি ব্রিজ থেকে ডগরি পর্যন্ত এ মানববন্ধনের দীর্ঘ লাইন চোখে পড়েছে। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ মানববন্ধন চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

SARIATPORE

মানববন্ধনে অংশগ্রহণকারী মজিবুর রহমান ঢালী বলেন, রসুন-পেঁয়াজ, ধান ও পাট এসব জমিতে চাষাবাদ হয়। বাংলাদেশের তিন ভাগের এক অংশ ফসল হয় আমাদের এই গ্রামগুলোর জমিতে। অলিম্পিক ভিলেজ হবে জেনে আমরা মানববন্ধন করছি। আমরা এখানে অলিম্পিক ভিলেজ চাই না। খেটে খাওয়া মানুষ ফসল রোপন করে বাঁচতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন অলিম্পিক ভিলেজটি সরিয়ে অন্যত্র যেন নেয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ৯০ বছরের বৃদ্ধা কুনসুম বেগম বলেন, আমাদের জমি নিয়ে নিয়ে যাবে শুনেছি। তাই মানববন্ধন করতে আসছি। জমি নিয়ে গেলে কোথায় যাব?

মো. ছগির হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।