শরীয়তপুরে বিএনপির সভাপতি কিরণ, সম্পাদক কালু


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৩ নভেম্বর ২০১৬

শরীয়তপুরে সম্মেলন ছাড়াই সফিকুর রহমান কিরণকে সভাপতি ও সরদার একেএম নাসির উদ্দিন কালুকে সাধারণ সম্পাদক করে শরীয়তপুর জেলার আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। এসময় ১৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে আরও বিভিন্ন পদে ১৪ নেতার নাম ঘোষণা করা হয়।
 
কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি ডা. কেএ জলিল, শাহাদত হোসেন স্বপন মজুমদার, মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সফিউদ্দিন আহমেদ মানিক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, শাহ আবদুস সালাম, মহিউদ্দিন বাদল, মঞ্জুর মোর্শেদ টিপু, খান আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, মাহবুব আলম তালুকদার, এসএমএ হামিদ, প্রচার সম্পাদক মুন্সী রুহুল আমিন এবং দফতর সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে শরীয়তপুর জেলা বিএনপি শফিকুর রহমান কিরণকে সভাপতি ও সরদার একেএম নাসির উদ্দিন কালুকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। কিন্তু অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর নেত্রীত্বাধীন অপর একটি অংশ এ কমিটিকে মেনে নিতে পারেনি বিধায় শরীয়তপুর বিএনপি দুটি অংশে বিভক্ত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছিল।

গত ২৬ অক্টোবর বুধবার জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘোষণা করায় অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর নেত্রীত্বাধীন বিএনপির অপর অংশ ৭ দিন আগে থেকে নিজ নিজ মিটিং সমাবেশ অব্যাহত রাখেন। তারই ফলশ্রুতিতে কেন্দ্রীয় কমিটি সম্মেলন বন্ধ রাখার নির্দেশ দেন। পরে উভয় পক্ষের নেতাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে বসার সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকায় কেন্দ্রীয়ভাবে উভয় পক্ষ বসলেও কোনো সুরাহা না হওয়ায় এই কমিটি স্থগিত থাকে।
 
জানা যায়, আঠারো দিন পর ১২ নভেম্বর শনিবার বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আংশিক এ কমিটি দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট জামাল শরীফ হিরু বলেন, সম্মেলন পণ্ড হওয়ার পর কেন্দ্রীয়ভাবে আমাদের ডাকা হয়। কেন্দ্রে কোনো সমাধান না হওয়ায় ম্যাডামকে নানাভাবে ভুল বুঝিয়ে এ কমিটি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, কেন্দ্রীয় নেতারা আমাদের কমিটি দিয়েছেন। এখানে ভুল বোঝানোর কী আছে।

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।