ঠাকুরগাঁওয়ে জেএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার


প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৩ নভেম্বর ২০১৬

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার কশালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।
রোববার এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ওই শিক্ষার্থীর বাবা।

আসামিরা হলেন, শাহজাহান (২৮), আব্দুল বাতেন (৫০), সুফিয়া খাতুন (৪২)। এদের সকলের বাড়ি ধারিয়া বেলসারা গ্রামে।

মামলা দায়েরের পরে ধর্ষকের হুমকিতে ঘর ছাড়া ওই পরিবারটি। সুষ্ঠ বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছে মেয়েটির বাবা।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার পশালবাড়ি ইউনিয়নের ধারিয়া বেলসারা গ্রামের প্রভাবশালী বাতেনের ছেলে শাহাজাহান একই এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে কেউ না থাকায় ঘরে প্রবেশ করে। এ সময় জাহাঙ্গীরের মেয়ে জেএসসি পরীক্ষার্থী ঘরে পড়াশুনা করছিল। ধর্ষক শাহাজাহান ঘরে ঢুকে মেয়েটিকে প্রলোভন দেখিয়ে বাহিরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ধর্ষককে ধরে ফেলে। পরে ধর্ষকের বাবাসহ কয়েকজন সন্ত্রাসী মেয়ের পরিবারকে ভয় দেখিয়ে ধর্ষককে ছিনিয়ে নিয়ে যায়।

মেয়েটিকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ধর্ষকের লোকজন চিকিৎসা নিতে দেয়নি বলে অভিযোগ করে পরিবারের লোকজন। পরে মেয়েটিকে নিয়ে বালিয়াডাঙ্গী থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন জাহাঙ্গীর আলম।

ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ বলেন, মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টাও চলছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য শহরে পাঠানো হয়েছে।

রবিউল এহসান রিপন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।