লটারির মাধ্যমে পুলিশের পোস্টিং


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

হবিগঞ্জে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের ব্যতিক্রমী পদায়ন করা হয়েছে। লটারির মাধ্যমে তাদের প্রত্যেকের কর্মস্থল নির্ধারণ করা হয়। এ উপলক্ষে রোববার বিকেলে পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান ও রাসেলুর রহমান, বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী প্রমুখ।

Habigonj

অনুষ্ঠানে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, কেউই টাকার বিনিময়ে পদায়ন পাননি। সবাই নিজের হাতে লটারি টেনে নিজেদের ভাগ্য নির্ধারণ করেছেন। কাজেই ভালো করে কাজ করতে হবে। নিজেদের কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যেকোনো কর্মস্থল থেকে ভালো কাজ করার সুযোগ রয়েছে। ভালো কাজ করলে ভালো মূল্যায়ন পাওয়া যায়। যারা ভালো কাজ করবেন তারা আরো ভালো জায়গায় পদায়ন নিতে পারবেন। প্রতি বছর ১৫ জন করে ভালো ও দক্ষ অফিসারকে কাজের জন্য মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

জেলায় এ বছর মোট ৬৬ জন কনস্টেবল থেকে এএসআই পদে এবং কনস্টেবল থেকে টিএসআই পদে ৫ জন, এএসআই থেকে এসআই পদে ২৬ জন পদোন্নতি পেয়েছে। তারা পরীক্ষার মাধ্যমে এ পদোন্নতি পায়। পরীক্ষার সময়ও লটারির মাধ্যমে তাদের আসন নির্ধারণ করা হয়েছিল। লটারির মাধ্যমে নিজেরা নিজেদের আসন নির্ধারণ করেছেন। পদায়নের ক্ষেত্রেও প্রত্যেকে নিজের হাতে লটারির টেনে নিজেদের কর্মস্থল নির্ধারণ করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।