শরীয়তপুরে ছয় চিকিৎসককে শোকজ


প্রকাশিত: ০৬:৫২ এএম, ১৪ নভেম্বর ২০১৬

বিনা অনুমতিতে কর্মস্থলে উপস্থিত না থাকার কারণে শরীয়তপুর সদর হাসপাতালের ছয় চিকিৎসককে শোকজের নির্দেশ দিয়েছেন শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস।

নির্দেশনা প্রাপ্ত চিকিৎসকরা হলেন, অর্থোপেডিক্স সার্জন ডা. আকরাম এলাহী, মেডিকেল অফিসার দেবাশীষ সাহা, ডা. হাসান ইমাম, ডা. নওশাদ মাহমুদ, ডা. রাজীব শংকর কর্মকার ও গাইনি চিকিৎসক ডা. মিতু আক্তার।

শনিবার শরীয়তপুর সদর হাসপাতালের এই ছয় চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিল। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মস্থলে তাদের উপস্থিত না পেয়ে হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত লিখে রাখেন। পরে সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নির্দেশে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদানের জন্য প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দেন ডা. নির্মল চন্দ্র দাস।

এই ছয় চিকিৎসকের বিরুদ্ধে শোকজের প্রক্রিয়া চলছে বলে জানান হাসপাতালের প্রধান সহকারী ফজলুর রশিদ।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস বলেন, শরীয়তপুর সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে ছয় চিকিৎসককে কর্মস্থলে উপস্থিত না পেয়ে হাজিরা খাতায় তাদের অনুপস্থিত দেখি। পরে সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নির্দেশক্রমে বিনা অনুমতিতে কেনো তারা কর্মস্থলে উপস্থিত ছিলেন না এ মর্মে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছি।

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।