স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৪ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর আলমকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা ও দায়রা জজ এনামুল বারী সোমবার দুপুরে এ দণ্ডাদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জর পৌর এলাকার নয়াগোলা গ্রামের আলম মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে ২০১১ সালের জুন মাসে সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের ওমর আলীর মেয়ে লিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক বাবদ দেড় লাখ টাকা না পেয়ে ২০১২ সালের ৩০ আগস্ট লিমাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় লিমার মা জোৎস্না বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার শুনানি শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ দণ্ডাদেশ দেন।  

মোহা. আব্দুল্লাহ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।