কালীগঞ্জে শ্বাসরোধে শিশু হত্যা


প্রকাশিত: ০৯:১০ এএম, ১৬ নভেম্বর ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে কাষ্টভাঙা ইউনিয়নের রামপুর গ্রামে সাজু (৬) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। সে ওই গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

সাজুর দাদা ফাইজুল  জানান, মঙ্গলবার সকালে শিশু সাজু তার বাবার সঙ্গে বাইরে যাবার জন্য বায়না ধরে। এরপর বাবা কাজে চলে গেলে সাজু নিখোঁজ হয়। সারাদিন মাইকিং করে খোঁজার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশের বাগানে সাজুর মরদেহ পাওয়া যায়। কেউ সাজুকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে গেছে বলে তিনি অভিযো করেন।

বারবাজার পুলিশ ফাঁড়ির এসআই হেমায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।