কুমিল্লায় শিশু হত্যা মামলায় ২ জনের ফাঁসি
কুমিল্লা সদর উপজেলার রত্মবতী গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্র শিহাব হত্যা মামলায় মাহে আলম নয়ন ও কুদ্দুছ আলম রবিন নামের দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আজিজ আহমেদ ভুইয়া বুধবার বিকালে এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৭ জানুয়ারি সন্ধ্যায় রত্নাবতী গ্রামের নজরুল ইসলামের ছেলে স্থানীয় মাইলস্টোন কিন্ডার গার্ডেনের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী শিহাবকে অপহরণ করে দুর্বৃত্তরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করার পর মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারী মাহে আলম নয়ন ও কুদ্দুছ আলম রবিনসহ চারজনকে আটক করে পুলিশ।
পরে তাদের দেয়া তথ্য মতে রত্নাবতী গ্রামের হাইস্কুলের সেফটিক ট্যাংক থেকে শিহাবের গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিহাবের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের এপিপি অ্যাডভোকেট নিশাত সালাউদ্দিন জানান, আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ মামলায় মাহে আলম নয়ন ও কুদ্দুছ আলম রবিনের ফাঁসির আদেশ দেন। অপর দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে বিচারাধীন রয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি