মাদারীপুরে আ.লীগের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০১৬

আগামী ২৮ ডিসেম্বর দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে সোমবার থেকে মাদারীপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার দুপুরে জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনটির তৃণমূল ও জেলা নেতাদের নিয়ে প্রার্থী চূড়ান্ত করতে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী। সভা থেকে তৃণমূল নেতাকর্মীরা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেন। এছাড়া ৫ সদস্য ও ২ নারী সংরক্ষিত সদস্যের নাম চূড়ান্ত করা হয়।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।  

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।