সাঁওতাল পল্লিতে গণশুনানি শেষ


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২২ নভেম্বর ২০১৬

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে উচ্ছেদ করা সাঁওতালদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে সাঁওতাল পল্লিতে গণশুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে গণশুনানী শেষ হয়। এরআগে বেলা সাড়ে ১১টা থেকে গণশুনানী শুরু হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া ও মাদারপুর সাঁওতাল পল্লিতে গণশুনানী অনুষ্ঠিত হয়।

গণশুনানীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুলের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল অংশ নেয়।

এসময় সাঁওতালদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, বিচারপতি শামস উদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি ছামছুল হুদা ও সাঁওতাল নেতারা।

গণশুনানীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দের কাছে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের উপর বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরা হয়। এবং শেষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ সাঁওতালদের উপর নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে দাবি জানান।

জিল্লুর রহমান পলাশ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।