ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ : তদন্ত কমিটি


প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

ভোলা শহরের সদর রোডের হাবিব মেডিকেল সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় আদিত্য চন্দ্র দে (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত শিশুটির বাড়ি সদরের বাপ্তা গ্রামে। শিশু মৃত্যুর ঘটনায় ২ সদস্যের একটি তদন্ত কমিটি ঘটনা করা হয়।

সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিত্যানন্দ চৌধুরীকে প্রধার করে এ কমিটি করা হয়। কমিটির অপর সদস্য হলেন, ডা. সামি আহমেদ।

বুধবার রাতের ঘটনায় নিহতের ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিকটি ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুর বাবা রতন চন্দ্র দে ও মা সাথী রানী সাংবাদিকদের বলেন, ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিলে আদিত্যকে শহরের হাবিব মেডিকেলের ডাক্তার আব্দুল কাদেরের কাছে নিয়ে আসা হয়। তিনি ক্লিনিকের ক্লিনার দিয়ে ইনজেকশন দিয়েছেন শিশুটিকে। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়।

ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির বৃহস্পতিবার বিকালে বলেন, অভিযুক্ত চিকিৎসক আমাদের হেফাজতে আছেন। তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ভোলার সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদার বলেন, শিশুটির মৃত্যু কারণ উদঘাটনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ছোটন সাহা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।