ঝিনাইদহে ফের ছেলেসহ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম


প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৫ নভেম্বর ২০১৬

ঝিনাইদহে ফের এক মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। বর্তমানে আহত ওই মুক্তিযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধার ছোট ভাইয়ের স্ত্রী মিনতীরানী সাহা জানান, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা অসিতকুমার সাহা ক্ষেতের ধান কেটে এনে বাড়ির সামনের মন্দিরের মাঠে রাখেন।

এতে ওই একই স্থানে ব্যাডমিন্টন খেলার সমস্যাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হন ওই গ্রামের দীলিপ সাহার দুই বখাটে ছেলে দিপংকর ও রাজা। বিকেলে খেলা করতে না পারায় দিপংকর ও রাজা তাদের ধান ফেলে দেয়। এতে প্রতিবাদ করতে গেলে বাড়িতে ঢুকে মুক্তিযোদ্ধা অসিতের ছেলে কার্ত্তিককে বেদম মারধর শুরু করে।

এ সময় মুক্তিযোদ্ধা অসিত ঠেকাতে গেলে তাকেও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে তারা। পরে ওই রাতেই তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মুক্তিযোদ্ধা অসিতের চোখে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মুক্তিযোদ্ধা অসিতকুমার সাহা জানান, আমার চোখের ব্যাপক ক্ষতি হয়েছে। মাথায়ও আঘাত লেগেছে। আমি এ ঘটনায় বিচারের দাবি জানাচ্ছি।

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল জোয়ার্দ্দার জানান, আমরা এই ন্যক্কারজনক কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি।

এর আগে টেন্ডারকে কেন্দ্র করে গত ১৮ অক্টোবর শৈলকুপায় মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা ও তার ছেলেকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।