ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ১


প্রকাশিত: ১০:০৪ এএম, ২৫ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদরের চরখাজুরা গ্রামে শিশু ধর্ষণ মামলায় রাব্বী হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় চর খাজুরা গ্রামের ১১ বছর বয়সী এক শিশুকে বাড়ীর পাশ থেকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের দোলন বিশ্বাস। এ ঘটনায় গতকাল রাতে ওই শিশুর ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে রাব্বীকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে ওই শিশু ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ওসি জানান।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।