শরীয়তপুরে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের সহযোগিতায় পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুর রাজ্জাক এবং মোহাম্মদ সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাবলু সিকদার, পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. জহিরুল্লাহ্, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) সুমন দেব ও ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান চৌধুরী।
মো. ছগির হোসেন/এএম