রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৭ নভেম্বর ২০১৬

মুসলমান নিধনের জন্য মিয়ানমারে যে ধ্বংসযজ্ঞ চলছে তা খুবই অমানবিক। রোহিঙ্গাদের আশ্রয় দিলে সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না, তাই স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার সকালে মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভবন উদ্বোধন শেষে নৌমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, সরকার বিশ্বের বিভিন্ন দেশকে একথা জানিয়েছে এবং মিয়ানমার সরকার বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সমস্যা সমাধানের জন্য।
 
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া সম্পর্কে মন্ত্রী বলেন, জেলা পরিষদ নির্বাচনে আমরা দলীয়ভাবে কোনো প্রার্থী দেইনি, তবে দলের সমর্থিত প্রার্থী থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।