বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে র্যাব
জয়পুরহাট সদরের তেঘর-দেবীপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ বুদু ইসলাম (৩৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব সদস্যরা। রোববার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত বুদু একই গ্রামের আব্দুস সালামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার দেবীপুর গ্রামের নিজ বাড়ি থেকে সন্ত্রাসী বুদুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পিস্তল, গুলি ও ম্যাগাজিনগুলো পাওয়া যায়।
র্যাব জানায়- বুদুর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় চুরি, অপহরণ ও হত্যা চেষ্টার তিনটি মামলা রয়েছে। গত কয়েক মাস আগে বুদুর ছোট ভাই সন্ত্রাসী কামালও প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নিহত হন।
রাশেদুজ্জামান/জেডএ/