খাগড়াছড়িতে ১০ দোকান ভস্মীভূত


প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৮ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি দোকান ভস্মীভূত হয়েছে। মাটিরাঙ্গার খেদাছড়া বাজারে সোমবার ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন খেদাছড়া বাজারের ব্যবসায়ী ডা. মো. রফিকুল ইসলাম।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একটি কুলং কর্ণার, দুটি মুদি দোকান ও একটি ফার্নিসার দোকানসহ দশটি দোকান সম্পুর্ণরূপে ভস্মীভূত হয়। এসময় ব্যবসায়ীদের দুটি মোটরসাইকেলও পুড়ে গেছে। এতে অন্তত ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খেদাছড়া বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হওয়ার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি জওয়ানরা প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় আধাঘণ্টা পর ভোর সড়ে চারটার দিকে খাগড়াছড়ি ও রামগড় থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে।

এদিকে সোমবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খেদাছড়া বাজার পরিদর্শন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান, পলাশপুর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজন মো. এনামুল করিম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান ও মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের রিজিয়ন ও পলাশপুর জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান ও খাদ্যশষ্য প্রদান করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ তালিকা করে দুই বান্ডিল টিনসহ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।