হারিছ চৌধুরীসহ ৯ আসামিকে আদালতে হাজিরের নির্দেশ


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় পলাতক ৯ আসামিকে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আতাবুল্লাহ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে করা করা হয়।

পলাতক আসামিরা হচ্ছেন, হারিছ চৌধুরী, মুফতি শফিকুর রহমান, মাওলানা তাজ উদ্দিন, মুফতি আব্দুল হাই, আব্দুল জলিল, বদরুল ওরফে মো. বদরুল, মোহাম্মদ আলী, কাজল মিয়া ও মহিবুর রহমান।

এতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে ওই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তাদেরকে না পাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

ট্রাইব্যুনাল বিশ্বাস করে, আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক বা আত্মগোপন করেছেন। এ অবস্থায় তাদের গ্রেফতার করার সম্ভাবনা নেই। সেহেতু এ মামলার বিচারের স্বার্থে আসামিদের ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলো। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন।

এ ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরক আইনে সদর থানায় পৃথক মামলা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।