জাগো নিউজে সংবাদ প্রকাশের পর চিকিৎসা সহায়তা পেলেন জাহিদ


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

‘ছেলেকে বাঁচাতে বৃদ্ধ বাবা আকুতি’ শিরোনামে জাগো নিউজ সংবাদ প্রকাশের পর সহায়তা হিসেবে ১০ হাজার টাকা পেলেন রংপুর কারমাইকেল কলেজের মেধাবী ছাত্র ব্রেইন টিউমার রোগে আক্রান্ত অসুস্থ জাহিদুল ইসলাম জাহিদ।

মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন ও সম্পাদক নূরল হক ১০ হাজার টাকার চেকটি জাহিদের হাতে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাগো নিউজজের লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসান, মানবকন্ঠ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, পূর্ব-পশ্চিম বিডি ডটকমের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি ও সহায়তা দাতা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের প্রতিনিধি হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ ছাত্রদল সাংগঠনিক আব্দুর রাজ্জাক, মহির খান প্রমুখ।

জাগো নিউজের সংবাদ দেখে হাতীবান্ধা উপজেলার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমএ শাহীন আকন্দের পাঠানো ঢাকা সোনালী ব্যাংক থেকে ইস্যুকৃত ১০ হাজার টাকার চেকটি বিতরণের জন্য হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি বরাবরে পাঠানো হয়।

প্রসঙ্গত, রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এবার সম্মান (স্নাতক) ফাইনাল বর্ষের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম জাহিদ (২৫) ব্রেইন টিউমার আক্রান্ত। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। এতো টাকা খরচ করার মতো তার পরিবারের সামর্থ নেই।

তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের তিস্তা চর সিন্দুর্না গ্রামের বৃদ্ধ বাবা রোস্তম আলীর (৮০) ছেলে।

তাকে সাহায্য পাঠানোর ঠিকানা, মোবাইল ও বিকাশ (০১৭৩৭-৩৫৮৫৯৩)। এছাড়া ডাচ্-বাংলা, রংপুর শাখা, ব্যাংক অ্যাকাউন্ট মো. জাহিদুল ইসলাম, নম্বর-১৬২১০৫৩০৭১৫-তে সহযোগিতার অর্থ পাঠানো যাবে।

রবিউল হাসান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।