খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ১৯ বছর পূর্তি পালিত


প্রকাশিত: ১০:৪২ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৯ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে গুইমারা রিজিয়নের আয়োজনে বিভিন্ন উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গুইমারা কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও নানা রঙয়ের বেলুন উড়িয়ে শান্তি চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান।

পরে শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান।

বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান বলেন, একই ছামিয়ানার নিচে, একই ব্যানারে, একই মঞ্চে পাহাড়ি-বাঙালি সকলের উপস্থিতিই শান্তিচুক্তি বাস্তবায়নের বড় স্বীকৃতি। একতাই বল, একতাতেই শক্তি কোনো বিভেদে নয়। নিরাপত্তাই একটি দেশের উন্নয়ন-অগ্রগতির বড় অংশ উল্লেখ করে তিনি বলেন, সারাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও শান্তি চুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

rangamati

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী শান্তি চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রচেষ্ঠার কথা উল্লেখ করে বলেন, পাহাড়ের সংঘাতের দিন শেষ। পাহাড়ে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। সমতল থেকে দলে দলে মানুষ আসছে পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করতে। এখানে পর্যটন শিল্পের বিকাশ শান্তি চুক্তিরই ফসল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রাব্বি আহমেদ ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান প্রমুখ।

শান্তি চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মেলা। একই স্থানে সন্ধ্যা ৬টায় শুরু হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ছাড়াও চট্টগ্রাম থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।