তথ্য অধিকার অাইন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছে


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

সরকার জনগণের চোখ-কান খুলে দিতেই তথ্য অধিকার আইন পাস করেছে জানিয়ে জাতীয় তথ্য কমিশনের সচিব মো. রফিকুজ্জামান বলেন, তথ্য অধিকার আইন সোনার বাংলা গড়ার নতুন দুয়ার খুলে দিয়েছে। নিশ্চিত করেছে তথ্যের অবাধ প্রবাহ। জনগণের তথ্য পাওয়া বা জানার অধিকার সংবিধান স্বীকৃত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে স্বতঃস্ফূর্ত তথ্য প্রকাশ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

শনিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় জাতীয় তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) মো. মহিবুল হোসেইন (যুগ্ম-সচিব) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।