সীমান্তে ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তের ওপারে বশির আহমেদ (৩৩) নামে এক বাংলাদেশির নিথর মরদেহ পড়ে রয়েছে।
সোমবার ভোররাতে ভারতের অভ্যন্তরে বড়ছড়া বিএসএফ থানা এলাকায় ভারতীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়।
নিহত বশির উদ্দিন তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের শুক্কুর আলীর ছেলে। তিনি সীমান্ত সংলগ্ন রজনীলাইন গ্রামে শ্বশুরবাড়িতে থেকে জীবিকা নির্বাহ করতেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার (ভারপ্রাপ্ত) মেজর মাহবুব আলম জাগো নিউজকে বলেন, সোমবার ভোররাতে বড়ছড়া শুল্কবন্দর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কয়লা পরিবহনের গাড়ি থেকে জ্বালানী তেল চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন বশির উদ্দিন।
এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি বর্তমানে ভারতের বড়ছড়া থানায় রাখা আছে। মরদেহ ফেরত আনতে ১১-বিএসএফ এর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
রাজু আহমেদ রমজান/এফএ/আরআইপি