নীলফামারীতে জামায়াতের আমিরসহ আটক ৫


প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬
প্রতীকী ছবি

গোপন বৈঠকের সময় নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের আমিরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৭টার দিকে জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামে হামিদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় আরো বেশ কিছু জামায়াতকর্মী পালিয়ে যান।
 
আটকরা হলেন, উপজেলা জামায়াতের আমির সাদের হোসেন (৪৬), উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক জামিয়ার রহমান (৫৫), সুরাহ সদস্য আকবর আলী (৫৫), কামরুজ্জামান (৪৫) ও রাশেদুজ্জামান (৪৩)।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, তারা দলগত ভাবে গোপনে উক্ত বাড়িতে বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
জাহেদুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।