অনিচ্ছায় বিয়ে দেয়ায় পুলিশ সদস্যের আত্মহত্যা


প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

অনিচ্ছায় বিয়ে দেয়ার অভিমানে আত্মহত্যা করেছেন পুলিশের এক সদস্য। রতন চন্দ্র রায় (২৫) নামের এ পুলিশ সদস্যের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের তেলীপাড়ায়।

মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজালুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কিছুদিন আগে তার বিয়ে হয়েছে। ওই বিয়েতে তার ইচ্ছা ছিল না। বিয়েতে খুশি হতে না পেরে অভিমানে আত্মহত্যা করেন তিনি। নিহত পুলিশ সদস্য নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ভবেন চন্দ্র রায়ের ছেলে।

তিনি আরও বলেন, গত ২৯ নভেম্বর ছুটি নিয়ে বাড়ি আসেন। গত শনিবার লালমনিরহাট জেলার সিন্দুরমতি গ্রামের রণবীরের মেয়ে অনামিকার সঙ্গে তার বিয়ে হয়। অনিচ্ছা সত্ত্বেও তার বিয়ে দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি জানান, তেলিপাড়ায় নিহতের চাচা ভবেশ চন্দ্র বর্মণের ফাঁকা বাড়ির একটি ঘর থেকে রতন চন্দ্র রায়ের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। রতন চন্দ্র রায় ঢাকা মহানগর পুলিশ গুলশান-২ এ ডিপ্লোম্যাটিক সিকিউরিটি পুলিশের সদস্য ছিলেন।

ওসি মো. আফজালুল হক আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সদস্য রতন চন্দ্র বর্মনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

নাজমুল হোসাইন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।