পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ইতির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইতি রানী দে (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কনিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইতি রাণী দেব উপজেলার কলাগাঁও গ্রামের মঞ্জু দেবের মেয়ে ও রাজনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইতি দুপুরে কলেজ থেকে পরীক্ষা শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় গাড়ি থেকে মাথা বের করে। এসময় অপরদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএ/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।