গায়ে কেরোসিন ঢেলে কিশোরীর আত্মহত্যার চেষ্টা
অপমান সইতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে তাছলিমা আক্তার (১৭) নামে এক কিশোরী। সে খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঁঠালবাগান এলাকার মো. ইয়াছিনের মেয়ে।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তাকে মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মাটিরাঙা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী নাথ রুবেল অগ্নিদগ্ধ তাছলিমাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
রোগির অবস্থা সঙ্কটাপন্ন জানিয়ে তিনি বলেন, আগুনে তাছলিমার শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে তাছলিমা কিছু সময়ের জন্য নিরুদ্দেশ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পাওয়া গেলে বাড়িতে এনে তার বাবা মো. ইয়াছিন মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে ঘরে তালাবদ্ধ অবস্থায় তাছলিমা নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানা জানান, আমি ব্যক্তিগত প্রয়োজনে বাইরে থাকায় তেমন কিছু জানি না। তবে এলাকাবাসীর কাছে বিষয়টি শুনেছি।
মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি