মেহেরপুরে রোকেয়া দিবস পালিত


প্রকাশিত: ০৭:৪০ এএম, ০৯ ডিসেম্বর ২০১৬

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।

এ সময় উপস্থিত  ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আজম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। র‌্যালিতে নারী উন্নয়নে বিভিন্ন সংস্থা, এনজিও, শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

আসিফ ইকবাল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।