মাদারীপুর মুক্ত দিবস পালিত


প্রকাশিত: ০৭:২২ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে শহরের কলেজ গেটে কনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চুর সমাধিতে পুষ্প অর্পণ করেন তার সহকর্মী মুক্তিযোদ্ধারা।

এসময় নৌপরবিহন মন্ত্রী শাজাহান খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শকুনী লেকের পাড়ে গিয়ে শেষ হয়।

মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্ত দিবস উপলক্ষে দিনব্যাপী শহীদের স্মরণে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ এপ্রিল পাকবাহিনী এ.আর. হাওলাদার জুট মিলে হানাদার ক্যাম্প স্থাপন করে অসংখ্য মানুষকে হত্যা করে গণকবর দেয়। এরপর শহর ছেড়ে পাকবাহিনী চলে যাবার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দারে মুক্তিযোদ্ধারা ব্রিজ ভেঙে দিয়ে রাস্তা বন্ধ করে চারদিক থেকে আক্রমণ শুরু করে।

৩ দিন ও ২ রাত সম্মুখযুদ্ধের পর ১০ ডিসেম্বর মাদারীপুর হানাদারমুক্ত হয়। পাকবাহিনীদের সঙ্গে সম্মুখযুদ্ধে জেলার কনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা অষ্টম শ্রেণির ছাত্র সরোয়ার হোসেন বাচ্চু নিহত হন।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।