দীঘিনালায় ইউপিডিএফ কর্মী আটক
পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বোঝাই কাভার্ড ভ্যানে চাঁদা দাবির অভিযোগে মিলন ত্রিপুরা (৩০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক কর্মীকে আটক করা হয়েছে।
আটক ইউপিডিএফ কর্মী মিলন ত্রিপুরা দীঘিনালার রাজেন্দ্র কার্বারী পাড়া গ্রামের ভোলানাথ ত্রিপুরার ছেলে।
জানা গেছে, রোববার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে প্রাণ-আরএফএল এর পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান আসলে মিলন ত্রিপুরা নামে এক যুবক চাঁদা দাবি করে। এসময় কম্পানির লোকজন হাতেনাতে ধরে তাকে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় প্রাণ-আরএফএল কম্পানির তিন সেলস অ্যান্ড ডেভলপমেন্ট অফিসার মো. মাইন উদ্দিন বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন।
তবে অভিযোগ অস্বীকার করেন ইউপিডিএফ এর দীঘিনালা উপজেলা জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুকৃতি চাকমা।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস