মিটারের আগুনে ২৪ বসতঘর ভস্মীভূত


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ২৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্থদের। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলের কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. হাফিজুর রহমান বলেন, ভোরের দিকে  মানিকের বাসায় বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। সবাই কাজে বেরিয়ে যাওয়ার পর জানতে পারি সেই মিটার থেকে আবার আগুন ছড়িয়ে পড়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।