বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের সব প্রার্থী জয়ী


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

ভোলা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সব প্রার্থী সেরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিক বরাদ্দ সভায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।

ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. সেলিম উদ্দিন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিজয়ী প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আবদুল মমিন টুলু, তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত হলেন।

সদস্য পদে বিজয়ীরা হলেন, দোস্ত মাহমুদ, নজরুল ইসলাম গোলদার, মো. ইউসুফ, মো. আনোয়ার হোসেন, মো. জাকির হোসেন তালুকদার, নুরুল আমিন নিরব, নাসিম হাওলাদার, মনিরুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, নুরুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, আহাম্মদ উল্ল্যাহ, মো. খায়রুল হাসান, মো. আ. রব মিয়া ও একেএম শাজাহান।

এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ীরা হলেন, ১নং  আসনে অধ্যক্ষ সাফিয়া খাতুন, ২নং  আসনে ফারজানা হক নেভিন, ৩নং  আসনে সাবিনা ইসলাম, ৪নং আসনে দিলারা বেগম ও ৫ নং আসনে কামরুন নাহার। বিজয়ী প্রার্থীদের মধ্যে প্যানেল চেয়ারম্যান হিসেবে অধ্যক্ষ সাফিয়া খাতুনের নাম ঘোষণা করা হয়।

ভোলা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. সেলিম উদ্দিন বলেন, সোমবার ছিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। কিন্তু প্রার্থীদের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই তাদের নাম গেজেট প্রকাশ করা হবে।

ছোটন সাহা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।