প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত


প্রকাশিত: ১২:১৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মাটিভাঙা গ্রামের প্রতিপক্ষের হামলায় আজাহার সরদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আজাহার সরদার একই গ্রামের মৃতু আজিম উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মাটিভাঙা গ্রামের আজাহার সরদারের সঙ্গে একই এলাকার  ইলিয়াস চৌকিদারের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল।

ঘটনার জেরে সোমবার বিকেলে ইলিয়াস চৌকিদার তার দলবল নিয়ে আজাহার সরদারের উপর হামলা করে। এ সময় আজাহার সরদার ও তার ছেলে সাইদুল সরদার গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আজাহার সরদারকে মৃত ঘোষণা করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
 
একেএম নাসিরুল হক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।