শেরপুরে সাংবাদিকদের সঙ্গে নতুন পুলিশ সুপারের মতবিনিময়


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬

শেরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার রফিকুল হাসান গণি।

মঙ্গলবার পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।

তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ, চুরি রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির বাইরেও এখানে পুলিশের অনেক সামাজিক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তিনি প্রশাসক নয়, জনগণের সত্যিকার অর্থের বন্ধু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সেইসঙ্গে সাংবাদিকদের মতামতের প্রেক্ষিতে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন সংরক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী, সদর থানা পুলিশের ওসি নজরুল ইসলাম প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন।

হাকিম বাবুল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।