চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকা থেকে অস্ত্রসহ মো. আশিক (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।

আটক আশিক জেলার ভোলাহাট উপজেলার বড়গছি পশ্চিমপাড়ার আইফুল হকের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি এনামুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে আশিককে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে দুইটি পিস্তল, একটি শুটার গান, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।