প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করছে সরকার : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার যে কোনো সময়ের চেয়ে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য পশুপাখি রক্ষার জন্য নিরাপদ আশ্রয় তৈরি করা।

মঙ্গলবার বিকেলে মাদারীপুরের চরমুগরিয়ার নয়াচর এলাকায় ইকোপার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী। এ সময় বিভাগীয় বন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নৌমন্ত্রী বলেন, ইকোপার্ক হবে দক্ষিণাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ একটি সামাজিক বনায়ন নার্সারী ও প্রাণিদের নিরাপদ আশ্রয়স্থল। এসব অঞ্চল অর্থনৈতিকভাবেও সমৃদ্ধিশালী হবে। খুব শিগগিরই ইকোপার্কে আরও বড় পরিসর করা হবে।

এ সময় নৌমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা বন কর্মকর্তা দীপন রঞ্জণ সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।